বাংলাদেশের নাম্বার ওয়ান শাহ আমানত হজ্জ কাফেলা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতানুল ওয়াজিন আমিরুল হুজ্জাজ
আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ)’ গোটা জীবন ইসলাম মাযহাব মিল্লাত ও মানবসেবা মূলক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন। হাজিদের খেদমতেও তাঁর রয়েছে বিশাল অবদান।
আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রঃ)’র ৭ম বার্ষিক ওরশ উপলক্ষে নাতে মুস্তফা (সাঃ) মাহফিল, খতমে কুরআন, খতমে বখারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউসিয়া, আলোচনা সভা, মিলাদ মাহফিল, ফ্রি চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, মেঝবানসহ অনুষ্ঠানে নানান কর্মসূচি পালিত হয়।
দরবারের সাজ্জাদানশীন ও শাহ আমানত হজ কাফেলার চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচাক আল্লমা ইয়াছিন মাহমুদ সিদ্দিকির সভাপতিত্বে শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন, সাইফুদ্দীন, নঈমুদ্দীন ও সালাহ উদ্দীনের সার্বিক পরিচালনায় গত ১৯, ২০ ও ২৫ জানুয়ারি বায়েজিদ ওয়াজিদীয়া মাজার শরীফ ও নিজ বাসভবনে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, পেশাজীবী, রাজনীতিক ও মান্যগণ্য ব্যাক্তিদের সমাগম হয়।
বিশেষ করে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আবদুছ চালাম,সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এতে উপস্থিত ছিলেন।
উল্লখ্য যে ২৫ জানুয়ারি নিজ বাসভবনে চাহারম শরীফ ফাতেহাখানি পারিবারিক মেঝবানেরও আয়োজন করা হয়।
এদিকে ওরশ কমিটির আহ্বায়ক মনসুর আলম ও এস এম রিদোওয়ান বলেন অত্র এলাকার মধ্যে আল্লামা ছালেহ জুহুর হুজুর ছিলেন একজন দানবীর শিক্ষা অনুরাগী দীনের ইসলামের প্রচারের জন্য ওনার ভূমিকা অপরিসীম উনার মত একজন সুফি সাধকের খেদমত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply