বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সাবরেজিস্টার অফিসে ক্রেতার দীর্ঘদিন ধরে পড়ে থাকা ২০১৩,২০১৪ ২০১৫ সালের দলিল আজ ২৯ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে পোড়ানো হলো আগুনে।
দীর্ঘদিন যাবত জমি ক্রেতার নামীয় দলিল ক্রেতা ডিমলা সাবরেজিস্টার অফিস থেকে তুলে না নেয়ায় অফিসে অসরবরাহকৃত দলিলের স্তুপ পড়ে থাকায় এবং সাবরেজিস্টার অফিসের জায়গায় সংকুলান না হওয়ায় ডিমলা সাবরেজিস্টার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানায়।
দলিল আগুনে পোড়ার বিষয়ে বিবিআর নিউজের ডিমলা প্রতিনিধি সে ডিমলা সাবরেজিস্টার মনিষা রায়ের নিকট জানতে চাইলে,তিনি বলেন ২০২২সালে মন্ত্রণালয়ের নির্দেশ পাই এবং ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়। বেশ কিছুদিন প্রচারনার পর দলিলের মালিক দলিল গুলি নিয়ে না গেলে আজ তা পোড়ানো হলো।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply