বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এতে অচেতন অবস্থায় উদ্ধার ৪২ জনকে উদ্ধার করলেও মৃত্যু হয়েছে প্রায় ৪৫ জনের।
গতকাল ২৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে ধাপে ধাপে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও অচেতন অবস্থায় উদ্ধার ৪২ জন ও মৃত্যু হয়েছে ৪৫ জনের।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বেইলি রোডের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
তবে মোট কতজন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply