নিজস্ব প্রতিবেদকঃ
সরেজমিনে গিয়ে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্যারটেক ইছাপুর এলাকায় সোমবার (৪ মার্চ ২০২৪) বিকেলে এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের এই কারখানায় আগুন লাগে। পরবর্তীতে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানান, চট্টগ্রামের কর্ণফুলী এলাকার এস আলম রিফাইনারি সুগার মিলে অগ্নিকাণ্ডে এক লাখ টন চিনি পুড়ে গেছে।
রমজানের জন্য এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি মজুত করা হয়েছিল। এই চিনি ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল।
আগুনের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে চিনি আর অবশিষ্ট নেই।
ফলে রমজানে আমাদের পক্ষে বাজারে চিনি দেওয়া সম্ভব হবে না।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক জানান, খবর পেয়ে বিকাল চারটা থেকে ফায়ার সার্ভিস কাজ করছে। নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply