সুনামগঞ্জ (ছাতক) প্রতিনিধিঃ
খ্যাতমান ওলি হযরত আহছান শাহ্ (রহ.) মাজার শরীফে খাদেম,সানু মিয়ার উদ্বেগে ৫ হাজার নারী-পুরুষ নিয়ে পবিত্র মিলাদ শরীফ ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২১মার্চ ) ১০ ‘রামাদ্বান’ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে হযরত আহছান শাহ্ (রহ.) মাজারের খাদেম সানু মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমান নয়ন শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ শরীফ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-ছাতক প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন রনি, ছাতক পাথর বালু উত্তোলন সমিতির সাবেক সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন,নুরুল হক, শিক্ষক রেজ্জাদ আহমদ, সাংবাদিক খালেদ আহমদ, ফজল উদ্দিন, শানুর মিয়া,লিলু মিয়া,ইসলাম উদ্দিন,আঙ্গুর মিয়া,কামাল আহমদ,রজব আলী প্রমুখ।
মাজার শরীফে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গরীব,অসহায়,হত দরিদ্রসহ নানা শ্রেনী পেশার মানুষ নিয়ে পবিত্র মিলাদ শরীফ ও ইফতার মাহফিলে মাজারে শিশু, নারী,পুরুষদের হাজার, হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়ে মানুষের ঢল নেমেছে।
মাজার প্রাঙ্গনে এলাকায় আল্লাহু আল্লাহু জিকিরে মুখরিত হয়ে উঠেছিল।পবিত্র মিলাদ শরীফ ও ইফতার মাহফিলে মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply