সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের অধীন আঁকিলপুর নতুনপাড়া তাহমিনা আক্তার টুম্পা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানান, রাতে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে টুম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি সীতাকুণ্ড থানা-পুলিশকে জানান। পরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজন শর্মা ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহটি উদ্ধার করেন।
তাহমিনা আক্তার আকিলপুর নতুনপাড়া এলাকার দুবাই প্রবাসী মো. আলমগীরের স্ত্রী হন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজন শর্মা আরো বলেন, তাহমিনা আক্তারের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আপাতত আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এলাকার মানুষ সকলে এঘটনায় হতভম্ব।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply