দেশি নিউজ-
গতকাল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সিকে বহন করা একটি হেলিকপ্টার আজারবাইজান থেকে ফেরার পথে ইত্তস্ত হয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সিকে বহন করা হেলিকপ্টারের সাথে আরো দুইটি হেলিকপ্টার ছিল। দুটি হেলিকপ্টার নিরাপদে ফিরলেও প্রেসিডেন্ট ইব্রাহিমকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানা যায়। প্রতিকূল আবহাওয়ার এদুর্ঘটনা ঘটেছে ধারনা করলেও এখনো তদন্ত চলছে এটি সত্যি কী দুর্ঘটনা নাকী এদুর্ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যে তুরস্ক, রাশিয়া, রেডক্রিসেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের তদন্তটীম অনুসন্ধান চালাচ্ছে। তুরস্ক তাঁদের ড্রোন সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারটি খোঁজে পেয়েছে। কিন্তু এতে কাউকে পাওয়া যায়নি।
এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। তবে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করেনি ইরান।
হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এ আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply