অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান আজ রোববার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। বিকেল ৪টার দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে চা-চক্রে বসবেন তারা।আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে বৈঠক করার কথা রয়েছে। তবে জামায়াতের সাথে বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করবেন দুই কংগ্রেসম্যান।আগামীকাল সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তারা।এর আগে গতকাল শনিবার ভোরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক সস্ত্রীক ঢাকায় পৌঁছান। আজ ভোরে পৌঁছান হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এড কেইসের।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply