কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠি কাঁঠালিয়া উপজেলার, ৯নং ওয়ার্ডের,তালতলা বাজারের সামনে পালকি এক্সপ্রেস এর ব্রেক ফেল হয়ে গুরুতর এক্সিডেন্টের সম্মুখীন হন,।
(২৭ আগস্ট) রোজ রবিবার, সন্ধ্যা ছয়টা নাগাদ আমুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে খালি গাড়ি নিয়ে রওনা হয় এই পালকি এক্সপ্রেস,হঠাৎ করে আমুয়া বাসস্ট্যান্ড থেকে গাড়ি ছেড়ে সোনারবাংলা ছাড়িয়ে হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, গাড়িতে কোন যাত্রী না থাকায় গুরুতর এক্সিডেন্টের মুখ থেকে বেঁচে গিয়েছেন এই পালকি এক্সপ্রেস।
এই পালকি এক্সপ্রেসের সুপার ভাইজার সংবাদকর্মীদের কাছে জানান, এই খালি গাড়িটি নিয়ে তারা আমুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ায় আমুয়া ছাড়িয়ে সোনারবাংলা পর্যন্ত যেতে না যেতেই হঠাৎ করে গাড়িটিতে সমস্যা দেখা দেয় ড্রাইভার খেয়াল করে দেখে গাড়িটির ব্রেক ফেল হয়ে গেছে, গাড়িটি তখনো পুরো রানিং এর উপরে, তালতলার মোড়টা ছাড়ানোর পরেই গাড়িটি একটি খাদের উপরে নামিয়ে দেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply