সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট নগরীর শাহজালাল মাজার সংলগ্ন দক্ষিণ রাস্তা শাহজালাল রেস্টুরেন্টের সম্মুখ থেকে ২১ অক্টোবর বিকেল ৪ ঘটিকার সময় একদল দুষ্কৃতিকারী তাহাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।জানা যায়,আজিজুর রহমান (৪৫),পিতা-নুরুল হক,গ্রাম মায়েরকোল পোঃ খুরমা, থানা-ছাতক,সুনামগঞ্জ এর বাসিন্দা তিনি।কি কারণে কেন অপহরণের শিকার হলেন এখনো তার সঠিক কারণ জানা যায়নি।দুষ্কৃতিকারীরা ভিকটিমকে পাঠানটুলায় একটি জায়গায় আটকে রেখে জোরপূর্বক কয়েকটি সাদা কাগজ ও স্টাম্পে স্বাক্ষর ও ০৭টি ব্যাংক চেকের পাতায় স্বাক্ষর রেখে শারিরীক মারধর করে পরবর্তীতে ছেড়ে দিয়েছে।আজিজুর রহমান চিকিৎসা নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন এর মায়েরকোল জামে মসজিদ এর মুতাওয়ালী দায়িত্ব পালন করছে।
এ ব্যাপারে ভিকটিমের পরিবার বাদী হয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply