খন্দকার স্বপন (ভূরুঙ্গামারী)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর বাহিনীর অভিযানে ৬০৭ পিচ ইয়াবা সহ খাইরুল আলম লেবু (৩৮) কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আমির হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে চার টায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুম বিল্লাহর নেতৃত্বে উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ ও বাড়ী তল্লাশি করে ৬০৭ পিচ ইয়াবা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, লেবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply