সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড জায়গা জমিকে কেন্দ্র করে এক আমেরিকার নাগরিক বাদীকে জানে মেরে গুম করে ফেলার হুমকি দিয়েছে।এ ঘটনায় আমেরিকার নাগরিক মোঃ ফরহাদ বাদী হয়ে গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরী করেছে।
জিডি সূত্রে জানা যায়,কুমিরা ইউনিয়নের পাথর পাড়ার এলাকার বাসিন্দা বাংলাদেশী বংশোদুত আমেরিকা নাগরিক মোঃ মুছা আহাম্মদ তার দুই মেয়ের জন্য পৌনে ৫ শতক জায়গা খরিদ করেন।জমি খরিদ করার পর থেকে মুছা আহাম্মদকে বিভিন্ন ভাবে ভয়ভীতি হুমকি ধমকি দিতে থাকে।এমনকি তার ছেলে আমেরিকা নাগরিক মোঃ ফরহাদ গত ১ নভেম্বর দেশে আসার পর গত ৪ নভেম্বর চট্টগ্রাম শহর থেকে কুমিরা পাথরপাড়া গ্রামের বাড়িতে আসলে সকাল ১০ ঘটিকার সময় বিবাদী বেলাল হোসেন ও মোঃ সেলিমের নেতৃত্বে আব্দুল হালিম,রাশেদুল হক ও মোঃ শাহজাহানসহ তারা ফরহাদকে মেরে গুম করার হুমকি ধমকি দেয়।তাছাড়া তাঁকে আমেরিকাতেও আর যাওয়া হবে না বলেও হুমকি দেয়।এ ঘটনায় আমেরিকা নাগরিক মোঃ ফরহাদ হুমকি দাতাদের বিরুদ্ধে মডেল থানায় সাধারণ ডায়েরী করে।জিডি নং-৩২৫,তাং-০৬/১১/২৪ইং।
এব্যাপারে মডেল থানার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ সেলিম বলেন, জিডি আলোকে তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply