কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডের ভাটিয়ারী মাদামবিবিরহাটে এক প্রতিবন্ধী
নারীর ঘরে তালা দিয়ে ঘর দখল করে নিয়েছে নিজ স্বামীর ভাই দেবর।
ঘটনাটি এলাকায় অতি নিন্দিনীয় কাজ করেছে বলে সবার মুখে মুখে।
স্হানীয় লোকদের কাছ ধেকে জানা গেছে, চিকিৎসার জন্য ঘর থেকে বের হয়েছিলেন মৃত নুরুল আলমের স্ত্রী বৃদ্ধা শাহনাজ বেগম (৭০)। ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার পর দেখের ঘরে তালা ঝুলছে। অসুস্থ শাহনাজ মেয়েদের সহযোগিতায় হুইল চেয়ারে ভর করে চলেন। অসুস্হ শরীর নিয়ে কাতর হয়ে পড়েছিলেন,একটু শুতে চাচ্ছিলেন,ঘরে তালা কে দিল প্রতিবেশীর জিজ্ঞেস করলে জানতে পারের তার স্বামীর বড় ভাই ভাসির মোঃ শামসুল আলম ও ভাসুরের দুই ছেলে আবু তৈয়ব ও আবু বক্কর সিদ্দীক এসে তালা লাগিয়ে দিয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামে এ অমানবিক ঘটনাটি ঘটেছে।
এতে বৃদ্ধা অসহায় মহিলা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগসুত্রে উল্লেখ করেন, বৃদ্ধা শাহনাজ বেগমের স্বামী বেঁচে ইন্তেকাল করেছেন, তার ছয় কন্যা সন্তান রয়েছে। কোন পুত্র সন্তান না থাকায় তাঁর স্বামীর রেখে যাওয়া বসতঘরটি জবরদখল করার পাঁয়তারা করে আসছিলো স্বামীর বড় ভাই শামসুল আলম। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমঝোতার জন্য একাধিকবার চেষ্টা করেন। কিন্তু স্বামীর বড় ভাই শামসুল আলম অতি লোভী স্থানীয় প্রভাবশালী হওয়ায় কারো বিচার মানছেনা। আমাকে সে ও তার ছেলেদের দিয়ে প্রতিনিয়ত হুমকী দিয়ে আসছে ঘর থেকে বের হলেই তালা লাগিয়ে দিবে। আমি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে মেয়েদের কাছে যাই ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখিয়ে ঘরে ফিরে আসলে দেখি ঘরে তালা মারা। এ সময় আমার মেয়েরা তাদের কাছে তালা খুলে দিতে বললে খারাপ আচরণ করতে থাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকী দেয়।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় ঘরে ঢুকতে চাইলে তাদের বাহিরে রেখে গেট আটকে রাখা হয়।
ভাটিয়ারী সাবেক ইউপি মেম্বার খাইরুল ইসলাম প্রতিনিধি কে বলেন, ঘরটি বৃদ্ধ প্রতিবন্ধী মহিলার স্বামীর ও মেয়েদের বাবার ঘর। প্রতিবন্ধী মহিলাকে ঘরে ঢুকতে দিচ্ছে না তার ভাসুর সামছুল আলম ঘরটি দখল করার জন্য। মহিলাটি একজন প্যারালাইস রোগী। হুইল চেয়ারে বসে তার ৬ কন্যাকে নিয়ে সকাল থেকে গেটের সামনে বসে আছে। একপ্রকার অনসন করছে বাড়ীর গেইটের বাহিরে তারা। আমরা চেষ্টা করছি বিষয়টি সমঝোতা করার জন্য কিন্তু দখলকারী সামছুল আলম মানছে না কিঁছুতেই।
ভাটিয়ারী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল আনোয়ার জানায়, সকাল থেকে আমরা বৈঠকে বসছি, কোনভাবেই ভুক্তভোগী বৃদ্ধা নারী শাহনাজ বেগমকে তারা বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। মহিলাটি একদিকে প্যারালাইসেস রোগী। তার ঘরে থাকা খুবই দরকার। সে সারাদিন কোন খাাবার ঔষধ কিছুই খায়নি। বিষয়টি অত্যন্ত অমানবিক বটে।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানায়,ঘটনাটি খুবই অমানবিক,মহিলার কেন ছেলে না থাকায় তার প্রতি অমানবিক আচরণ করছে তার ভাসুর।তাকে মানসবকভাবে অত্যাচার করছে সামছুল আলম।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply