ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে প্রত্যাশা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ব্রাক জেলা সমন্বয়ক এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, ইউপি চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন, খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদ আহমদ খলিল,ব্রাকের উপজেলা কো-অর্ডিনেটর নজরুল ইসলাম । এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইউপি সদস্য অজিত কুমার দাস, সহ-সভাপতি ফজল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের উপ- প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের উপ- সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার সৈয়দ জিয়াউর রহমান, ব্রাকের প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগম, এসএসকেএস ম্যানেজার স্বপ্না বেগম, তৃষা দে, এনামুল ইসলাম প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত পুনরেকত্রী করণ বিষয়ে ব্রাক যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি দার। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে প্রেরন করলে ও দেশের বিদেশ ফেরত নারী পুরুষ দের প্রশিক্ষনের মাধ্যমে কাজে লাগাতে সহায়তা করলে দেশের বেকারত্ব দুর হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply