মোঃ মেহেদী হাসানঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা পাঁচ নারী কে জয়িতা পুরষ্কারে ভূষিত করেছেন। সোমবার ( ৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা আব্দুল আহাদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ওয়াজেদ আলী সরকার, হাফিজুর রহমান মন্ডল, মহিলা কলেজ এর শহিদুল ইসলাম নয়ন, দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, এফ কে আশিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী এবং অন্যান্য কর্মকর্তারা হলেন, সিরাজুল ইসলাম, আবুল হোসেন,পারুল বেগম সকলেই উপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারীতে এবারের জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পাইকের ছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের আল মাহমুদ এর স্ত্রী মাসুদা আক্তার সাজেদা টিউশনির জমানো টাকা দিয়ে গরু খামার ও হাঁস মুরগী পালন করে এখন সাবলম্বী। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের মনির উদ্দিন এর স্ত্রী রওশনারা বেগম। স্বামীর অভাব অনটনের সংসারে মধ্যে দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়া নিজে সেলাই মেশিনে কাজ করে সংসার চালান এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের তিন বারের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মেয়ে সেলিনা খাতুন। শিক্ষকতার পাশাপাশি নারী উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে নির্যাতিত মহিলাদের ব্র্যাক এনজিওর মাধ্যমে সুবিচার পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। সফল জননী নারী ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আব্দুল জব্বার এর স্ত্রী আকলিমা বেগম। স্বামীর সংসার চালিয়ে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় ছেলে অগ্রণী ব্যাংক এর ম্যানেজার।আরেক ছেলে চায়না ইন্জিনিয়ারিং পড়াশোনা করতেছে এবং একমাত্র মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন ভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামের আব্দুল কুদ্দুস এর মেয়ে কানিজ ফাতেমা কেয়া। হাঁস মুরগী গরু ছাগল পালন করে এখন সে স্বাবলম্বী।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply