বিশেষ সংবাদদাতাঃ
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই হৃদয় মাহমুদ লিটন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৫/১২/২০২৪ ইং তারিখ ভোর ০৫:১০ ঘটিকার সময় চাদঁপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শিশু অপহরণ মামলা আসামী মাহমুদুল ইসলাম মিরাজ (২০), পিতা-আব্দুস সাত্তার, মাতা-শারমিন বেগম, স্থায়ী সাং-দফাদার বাড়ী, খেরিহার, ওয়ার্ড নং-১৯, থানা-শাহরাস্তি, জেলা-চাদঁপুর, বর্তমানে-ল্যাবরেটরী স্কুলের সামনে খাবারের হোটেল, কর্মচারীর জন্য ভাড়া করা বাসা, থানা-কোতোয়ালী,জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে চান্দগাঁও থানার মামলা নং-১৫, তারিখ-১৫/১২/২০২৪ ইং, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত ভিকটিমের নাম-ঠিকানাঃ ছিদরাতুল মুনতাহা (১৪), পিতা-মোহাম্মদ দেলওয়ার হোসেন, স্থায়ী সাং- চর খোয়াজ, হাজী সেকেন্দার মিয়া সারেং বাড়ী, থানা- সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমান-জামাল বিল্ডিং, পশ্চিম ফরিদার পাড়া, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-০৪, চান্দগাঁও, থানা- চাঁদগাঁও, জেলা-চট্টগ্রাম।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply