মেহেদী হাসান অপূর্বঃ
বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে গণমাধ্যম কর্মীদের বৃহত্তম সংগঠন ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন। দুজনেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মঈন উদ্দিন ৬৪ ভোট পেয়ে ফয়সল আহমদ বাবলুকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাসির উদ্দিন ৮৭ পেয়ে মিসবাহ উদ্দীন আহমদকে ৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
শনিবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একে. এম শমিউল আলম।
এর আগে শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। নির্বাচন চলাকালীন সময়ে সিলেটের সর্বস্তরের রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতারা, সুধী সমাজের প্রতিনিধিরা নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় সিলেট জেলা প্রেস ক্লাব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply