স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে-
খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠশ্রেনির শিক্ষার্থী দের রাখী বন্ধনের মধ্যদিয়ে শুরু হয় নবীণ বরণ উৎসব ২০২৫। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকশিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় ও মুখে মিষ্টি তুলে দিয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বরণ করে নেয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বিশেষত ছিল বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগীতায় স্ব-স্ব বিষয়ের উপরে ৬ষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থীদের উপস্হাপনায় শিক্ষার্থীদের ” ট্যালেন্ট শো”।,বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আয্য হরিসভার মহাপরিচালক সাবেক চেয়ারম্যান সরোজিত কুমার রায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ,সরকারি এলবিকে ডিগ্রি মহিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গবীন্দ্র চন্দ্র জোদ্দার ,প্রাক্তন অধ্যক্ষ নিরাপদ মন্ডল, প্রভাষক বিকাশ চন্দ্র বাছাড়, প্রভাষক সবুজ শীল,প্রভাষক নিত্যানন্দ সরদার, ,প্রক্তন প্রধান শিক্ষক রিষিকেশ রায়, প্রাক্তন প্রধান শিক্ষক মাধুবী বাহাদুর,প্রীতিশ সরদার,প্রভাস বিশ্বাস,সিদ্বার্থ সরকার,কুষ্ণ পদ বর্মন সিনিয়র সাংবাদিক স্বপন কুমার রায়, সাংবাদিক তুষার দাস জয়ন্ত রায় সহ আরো অনেকে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply