সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে সাগরের পানিতে ভাসমান অবস্থায় দুুই সহোদরের লাশ উদ্ধার করেছে ওমান রয়েল পুলিশ।
নিহত দুইজন হলেন- উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের চাঁদগাঁও পাড়ার মৃত আহমদ হোসেনর পুত্র। পরিবারে ছয় ভাইয়ের মধ্যে আব্বাস দ্বিতীয় এবং আজাদ চতুর্থ। দুজনই এখনো অবিবাহিত।
স্থানীয় সূত্রে জানা যায় -দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তারা ওমানের হামিরিয়া এলাকায় বসবাস করেন। কয়েকমাস পূর্বে দেশে এসে তাদের পিতা মারা গেলে পরিবারের সবাই দেশে আসে। দেশে মাকে রেখে আব্বাস ও আজাদ ওমান চলে যান।
সোমবার স্থানীয় সময় রাত ৩টার দিকে বন্ধুদের সাথে সাগর পাড়ের শিফা এলাকায় আড্ডা দিতে যান দুজন। সেখানে দুই ভাই সাগরে গোসল করতে নামলে ভাটার টানে সাগরের গভীরে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে পুলিশে খবর দেয়। ভোরে পুলিশ এসে পানি থেকে ভাসমান অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করে।
এদিকে প্রবাসী দুই তরুনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর আগে গত দুই সপ্তাহে উপজেলার ধর্মপুর, ফটিকছড়ি পৌরসভায়,নাজিরহাট পৌরসভায় যথাক্রমে ২জন,১জন,৩জন সহ মোট ৬জন প্রবাসী বিদেশের মাটিতে অকালে মৃত্যুবরণ করেছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply