সিলেটের বিশ্বনাথ দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ৬১তম বার্ষিক হিসাব নিরীক্ষণ উপলক্ষে পবিত্র ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে বাদ যোহর হইতে পর দিন ফজর পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায়ে ফুলতলী,দশপাইকা মাদ্রাসার হিফজ শাখার হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন।
অত্র মাদ্রাসার সভাপতি মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা মানজুর হোসাইন খন্দকার (ঢাকা) মাওলানা শাহাব উদ্দিন সালেহী, মাওলানা সিরাজুল ইসলাম শায়েস্তা, মাওলানা হাফিজ কারী গিয়াস উদ্দিন সাহেব ছাতকী,পরিশেষে পাগড়িপ্রাপ্ত ছাত্রদের কে মাদ্রাসার পক্ষ থেকে শামায়েলে তিরমিজি কিতাব উপহার দেন ও মাদ্রাসার ছাত্র সংসদ থেকে তাদের কে ক্রেস্ট দেওয়া হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply