বিশেষ প্রতিনিধিঃ
বিতর্ক এখন অডিটোরিয়াম আর ইনডোর রোমের বাইরে বইমেলার মুক্তমঞ্চে স্থান করে নিয়েছে। বিতর্কে জয় হয়েছে।
জয়তু এনডিএফ বিডি। অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে ঐতিহ্যবাহী এমসি কলেজে ‘মুরারীচাঁদ কবিতা পরিষদ’ কর্তৃক আয়োজিত বইমেলায় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডি সিলেট জোনের পরিচালনায় প্রদর্শনী রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে ।
এনডিএফ বিডি সিলেট জোনের জোন প্রধান মোহাম্মদ খলীলুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন পেশার চরিত্রে ছিলেন –
ছাত্র – সাকিয়ে কওসার মাহিয়ান শিক্ষক – নিশাত তানিশা রুহি
পুলিশ – আব্দুল্লাহ আল হাসান কৃষক – মোস্তাক তাহমিদ
ডাক্তার – তানজিম রহমান সাংবাদিক- আদনান ফুয়াদ নাবিল
কবিরাজ – শেখ সিজান ফেরিওয়ালা – আরিফুল ইসলাম
এতে উপস্থিত ছিলেন এম সি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, সহযোগী অধ্যাপক বিলাল উদ্দীন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌওজিয়া আজিজ ও সহযোগী অধ্যাপক ইমতিয়াজ তানভীর স্যার। এছাড়া কবিতা পরিষদের সভাপতি আবির ও সেক্রেটারি আলী জাবের সহ সকল সদস্যবৃন্দ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply