বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন ও পুরান বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্টে অপরিস্কার ও অনিরাপদ পরিবেশে খাবার প্রস্তুতি, ভেজাল খাদ্য বিক্রি, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ করা ও মূল্য তালিকা না থাকায় দুই বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ১লক্ষ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৩৮, ৪০ ও ৪২ ধারায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে এবং অত্যাবশ্যক পন্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬’র ৩(ঘ) ধারায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ওই জরিমানা করে ‘ইউএনও-এ্যাসিল্যান্ড’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের ‘আল-মদিনা হোটেল, প্রানসী রেস্টুরেন্ট, রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্ট, পাঁচ ভাই হোটেল ও তিন ভাই হোটেলকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের ‘ডিমের দোকান, বিস্কুটের দোকান, সবজির দোকান’কে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী’সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply