সীতাকুণ্ড সদর বাজারে ভ্রামমান আদালত বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক করেছেন।
সীতাকুণ্ড সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বাজার মনিটরিং,রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মূল্য বৃদ্ধিতে,এই অভিযান চলছে ও চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
সীতাকুণ্ড কলেজ রোডে এক দোকানকে প্যাকেটের গায়ে দাম লেখা না থাকা ও খেজুর খরিদের চেয়ে প্রতি কেজি ২০০ টাকা অধিক লাভে বিক্রি করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে, সীতাকুণ্ড ফলের দোকানে ক্রয় রিসিভ দেখাতে না পারায় ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
সীতাকুণ্ড প্রতিটা দোকানে এই অভিযান চালালে আরো অনেক অপকর্মে বাহির হবে,অনেক ব্যবসায়ী তেল এবং চিনি গোডাউনে মজবুত করে রেখেছে অভিযান চালালে বের হবে বলে মনে করেন সীতাকুণ্ড জনগণ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply