চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে অপহরণের শিকার হওয়া তিন বছরের শিশু আব্দুল্লাহকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
এতে পরিবারের সদস্যদের উদ্বেগ-উৎকণ্ঠা দূর হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর এলাকার পুলিশ বক্সের সামনে তাকে পাওয়া যায়।
৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় চাঁদগাওঁ থানাধীন কুলাপাড়া এলাকা থেকে আবদুল্লাহকে অজ্ঞাত নামা মহিলা কৌশলে অপহরন করে নিয়ে যায়।
উদ্ধার অভিযান পরিচালনা কালে জনাব মোঃ মোখলেসুর রহমান উপ পুলিশ কমিশনার (উত্তর ) সিএমপি দিকনির্দেশনা দেন,অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তর সিএমপি জনাব পংকজ দত্ত সহকারি পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন),উক্ত উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ জনাব মোঃ খাইরুল ইসলাম.এবং পুলিশ পরিদর্শক (তদন্ত )জনাব মনিবুর রহমান। অপহরণকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানা গেছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply