সীতাকুণ্ডে পৌরসদরে যুব সমাজের উদ্যোগে পথ কলিদের মাঝে উপজেলা জামায়াতের সাবেক আমীর ইফতার বিতরণ করেছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় যুব সমাজের উদ্যোগে রোজাদার পথ কলিদের মাঝে চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিভিন্ন সামাজিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী ইফতার বিতরণ করেন। এসময় উপস্হিত ছিলেন,পৌরসভা জামায়াতের ৫নং ওয়ার্ড সেক্রেটারী ও নকীব সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নাজিম উদ্দীন,নকীবের সেক্রেটারী রাফীদুল ইসলাম রাফী, দলিল লেখক আরমান, যুব সমাজের ফরহাদ,জিসান, রাহাত প্রমূখ।
পথ কলিদের মাঝে ইফতার বিতরণের পূর্বে বিশিষ্ট সমাজ সেবক তাওহীদুল হক বলেন, আমরা যদি এই পথ কলিদের মাঝে অন্ন বস্ত্র দেয়ার জন্য বিত্তবানরা এগিয়ে আসি,তাহলে এরা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। কারণ এদের জন্য এক আল্লাহ ছাড়া এবং উছিলা বিত্তবানরা ছাড়া কেউ নেই।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply