চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও সতর্কতা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও পণ্যের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
চন্দনাইশের উত্তর গাছবাড়িয়া বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় “মা-বাবার দোয়া” নামক এক বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না করার অঙ্গীকার নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৬ এপ্রিল ২০২৫ ইং শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়, ভোক্তা অধিকার আইনে পরিচালিত এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনায় সাথে ছিলেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীগন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply