চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকায় গত ২৫ শে আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় বাড়ির জায়গা পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় নুরুল আবছার ( ৫৫)কে সহ ৭/৮ জনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ নুর উদ্দিন সহ ৬/৭ জনের একটি গ্রুপ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে নুরুল আবছারের অবস্থা আশঙ্কা জনক হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল সকাল ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নুরুল আবছার মৃত্যুবরণ করেছেন বলে জানাযায়।
বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নং নতুন পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল। তিনি বলেন, ওই সময় বাড়ির জায়গা পরিমাপকে কেন্দ্র করে মারামারির ঘটনার পর নিহত নুরুল আবছারে চাচাতো ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় নুরউদ্দিন সহ ৭ জনকে আসামি করে একটি মামলা করলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply