সাগর থেকে ইলিশ মাছ নিয়ে ফেরার পথে আকবর, অভি,সাজ্জাদসহ বেশ কয়েকজন দুষ্কৃতিকারীর অতর্কিত হামলায় আহত হন অসহায় জেলে বাবুল ওরফে বাবলু জলদাস। এসময় দুষ্কৃতিকারীরা তাঁরসহ আরো নয় জেলের ৬ মন ইলিশ মাছ লুট করে নিয়ে যায়। সেই সাথে কেড়ে নেয় জেলেদের কাছে থাকা নগদ টাকাও।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর ভোক্তভোগী জেলে বাবলু জলদাস থানায় অভিযোগ করার পর বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। বিষয়টির সঠিক তদন্ত পূর্বক ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি । ভুক্তভোগী জেলে বাবলু জলদাসের একটাই প্রশ্ন?কবে থামবে তাদের উপর চলমান থাকা এ নির্যাতন?কবে পাবেন তাঁরা স্বাধীন ভাবে বাঁচার অধিকার?অমানবিক এ ঘটনাটি ঘটেছে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পাড়া (৪ নং ওয়ার্ড) এলাকায়।
সূত্রে আরো জানা যায়,কিছু প্রভাবশালী যুবক সাগরপাড়ের অপেক্ষা করতে থাকে কখন ইলিশ নিয়ে ফিরবে জেলেরা, কূলে ভীড়ার সাথে সাথে তারা টুকরিতে থাকা ইলিশ গুলো দামাদামি করতে থাকে,এক পর্যায়ে পাড়ে নিয়ে তাদের নিজেদের বস্তায় ভরে ইচ্ছে মতো দাম দিতে যায়,প্রতিবাদ করলে মারধরও করতে দ্বিধা হয়না,কোথাও বিচার দিয়েও সুরাহা পায়নি,এমন ঘটনা নিত্যদিনের।তাছাড়া দাদনপাইকারদের অত্যাচারতো আছেই,তাদের জন্য এলাকার লোকজন এক কেজি মাছ কেনার ও সুযোগ নেই।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply